aloe vera gel
Showing the single result
-
এলোভেরা জ..
এলোভেরা জ..
৳ 75.00Code: 27058১০০ মিলি
অ্যালোভেরা এতে ভিটামিন এ, ই, বি, সি প্রচুর পরিমাণে বর্তমান| এছাড়া প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়রনও অ্যালোভেরায় থাকে| এটি চুলকে ভেতর থেকে নমনীয় করে তোলে, ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুলের ন্যাচারাল অয়েল বজায় থাকে| এছাড়া এতে বর্তমান অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপ্টিক উপাদান স্ক্যাল্পে হওয়া যেকোনো ইনফেকশন রোধ করে|
সংরক্ষণ পদ্ধতি-
•অ্যালোভেরা জেল ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন ১ মাস।আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী,নারকেল তেল হালকা গরম করে নিন। এরপর সমপরিমাণ নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন, মাথায় আলতো করে মালিশ করুন, পুরো চুলে লাগিয়ে নিন। এরপর সকালে শ্যাম্পু করে ফেলুন।
হেয়ার প্যাক ১
(আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী, পরিমান বাড়াতে পারেন)
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, আধা চা চামচ মেথি গুঁড়া, ভাল করে মিশিয়ে নিন। এরপর পুরো চুলে লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ পরে ১ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। খুসকি কমে যাওয়ার পাশাপাশি এই হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করে এবং একই সাথে নতুন চুল গজানোতে সাহায্য করবে। সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে।হেয়ার প্যাক ২
অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ, নারকেল দুধ ২ টেবিল চামচ, মধু ২ চা চামচ। ভাল করে মিশিয়ে নিন। পুরো চুলে লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ পরে ১ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে। রুক্ষ চুল কে নরম করবে, পাশাপাশি চুল বাড়তে সাহায্য করবে।ত্বকের যত্নে-ত্বকের যত্নে-
• রোদে পোড়া ত্বকে দ্রুত কাজ করে অ্যালোভেরা জেল।
• এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই জেল বয়সের ছাপ দেরিতে ফেলতে সহায়তা করে।
• ফেস প্যাক এর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা ফেস প্যাক ব্যবহার করার পরেও ব্যবহার করতে পারেন।
• নিয়মিত ব্যবহারে ত্বক নরম ও মসৃণ হয়।
• যাদের সারা বছর পা ফাটে, তারা মালিসের পরে পেট্রলিয়াম জেলি লাগাতে পারেন। অথবা পায়ের চামড়া নরম করার জন্য অ্যালোভেরা জেল ১ চা চামচ এবং রিবানা নারকেল তেল ১ চা চামচ দুটো এক সাথে মিশিয়ে পায়ের চারিদিকে লাগিয়ে একটা পলিথিন এর মধ্যে পা রেখে দিন ১ ঘণ্টা। এরপর পলিথিন খুলে ফেলুন, যদি পায়ে মিশ্রণ টি যদি পায়ে লেগে থাকে, ঘসে ধুয়ে ফেলুন, এরপর কোন লশন লাগিয়ে নিন।
• অনেকটা সময় নিয়ে ত্বক পরিচর্চা করার সময় পান না, তারা রাতে শোয়ার আগে মধু এবং অ্যালোভেরা জেল এক সাথে মিশিয়ে ২/৩ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। সকালে ত্বক বেশ নমনীয় এবং সজীব দেখায়।